সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১২:২০ পূর্বাহ্ন
তাবলীগ নিউজ বিডিডটকম
তাবলীগ জামাত বের হয়েছে, রাস্তায় চলছে আর সারা দুনিয়া তাকিয়ে আছে তাদের দিকে!
কেউ ওয়াহাবী বলছে, কেউ বেদাতী বলছে, কেউ পথভ্রষ্ট বলছে, কেউ ফেতনাবাজ বলছে, কেউবা পাঁচমিশালি গালাগালি আর হাসি ঠাট্টা করছে……..!!
অথছঃ তারা চলেছে মুখে সালামের বানী আর মিষ্টি হাসি নিয়ে, উম্মতের ব্যাথা আর ফিকিরকে বুকে চেপে এগিয়েই চলেছে তারা!
কতো ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, মুজাহাদা আর কুরবানি হাসিমুখেই সহ্য করে নিয়েছে হিদায়াতের আশায়…….!!
মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে, বিছানাপত্র পুকুরে বা ড্রেনে নিক্ষেপ করা হয়েছে, চুলায় ভাত বসানো সত্ত্বেও ঐঅবস্থায় ভাতের ঐ গরম পাতিল মাথায় নিয়ে মসজিদ ছেড়ে দিতে হয়েছে এরকম বহু জামাতকে, কতো কঠোর পরিস্থিতির তুফান পাড়ি দিতে হয়েছে ওনাদের, কতো ইমাম সাহেব এলাকার মানুষদেরকে ভুল বুঝিয়ে লেলিয়ে দিয়েছে, মারধোর করে রক্তপাত ঘটিয়েছে কতো জামাতের সাথীদের, কতো বেশী বেইজ্জতি করা হয়েছে আল্লাহর রাস্তার মুসাফির এই মেহমানদের সাথে……….!!
তারপরওঃ তারা কোনো প্রতিবাদ তো দূরের কথা বদ-দুয়াও করেননি, বরং বাচ্চা শিশুর মতো হু-হু করে কেদে একটা কথাই বলেছেঃ “ইয়া আল্লাহ্” এরা অবুঝ, আপনি এদেরকে ক্ষমা করে দেন! আপনি এদেরকে হিদায়াত দান করুন, এদেরকে এবং এদের আওলাদদেরকে এই কামের জন্য কবুল করুন……….!!
এটাই দা’ঈর দুয়াঃএই দুয়া’ই তো করেছিলেন রক্তাক্ত অবস্থায় তায়েফের জমীনে আমাদের এতীম নবী…….!!
আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি ইনশা…আল্লাহ!
কেউ হিদায়াত পাবে অথবা না পাবে, আল্লাহ্ আমাকে দামী বানিয়ে দিবেন ইনশা…আল্লাহ……..!!
আমরাও চেষ্টা করি এই মেহনতের অতীতকে সামনে রাখতে……..
আল্লাহ্ শুধু দেখতে চান তার দ্বীনের জন্য কে কতটুকু নিজেকে কুরবানির উপরে ওঠায়, কে কতটুকু ফিকির নিয়ে উম্মতকে জাহান্নামের রাস্তা থেকে বাচিয়ে জান্নাতের রাস্তায় ওঠিয়ে দেয়…