শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১, ০২:০৬ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধ | তাবলীগ নিউজ বিডিডটকম
গতকাল থেকে শুরু হওয়া বরিশাল জেলা ইজতেমায় মুসল্লীদের জনস্রোত কেবল বাড়ছেই। গতকাল বাদ মাগরিব মাওলানা জিয়া বিন কাসেমের বয়ানের সময় থেকেই ক্রমশ জনসমাগম বাড়তে থাকে।
গতকাল ২৮মার্চ থেকে নগরীর সিঅ্যান্ডবি সড়কে থানা কাউন্সিলের পেছনের মাঠে এই সুবিশাল ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আগামী কাল ৩০মার্চ সকাল ১১টায় আখেরী মুনাজাতের মাধ্যমে বরিশাল জেলা ইজতেমা শেষ হবে।
ফাইল ছবি
আজ শুক্রবার জুম্মাঘর নামাজে আশপাশের সড়কগুলোতে মুসল্লীদের নামাজ পড়তে দেখা যায়। জুম্মাঘর নামাজে জেলা প্রসাশক, এসপি, স্থানীয় জনপ্রতিনিধিগন ও ব্যাপক সংখ্যাক আলেম উলামায়ে অংশ গ্রহন করেন। আলেমদের আলাদা মজমায় বয়ান করেন, তাবলীগের শীর্ষ মুরুব্বী মুফতী আতাউর রহমান।
অাজ ফজর বাদ বয়ান করেন, মুফতি মোয়াজ বিন নুর, যোহর বাদ মুফতি হাবিবুল্লাহ, অাসর বাদ মুফতি মাহমুদ হাসান এবং মাগরিব বাদ মুফতি অাতাউর রহমান সাহেব বয়ান করেন।