শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন
ছবিঃ থানায় আটককৃত তিন পাকিপন্থী সন্ত্রাসী
ময়মনসিংহ প্রতিনিধিঃ তাবলীগ নিউজ বিডিডটকম
ময়মনসিংহে এবার ওজাহাতিদের নিষ্ঠুর আক্রমনে শিকার হয়েছে এসএসসি পরিক্ষার পরে চিল্লাক বের হওয়া স্কুলের ছাত্ররা। আল্লাহর রাস্তায় দ্বীন শিখতে যাওয়া কোমলমতি স্কুল ছাত্রদের শিল্লার জামাতের উপর হামলায় সারা দেশের শান্তিকামী মুসলমানদের মাঝে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
অনলাইনে এখবর ছড়িয়ে পড়লে সাধারন মানুষ এ-ই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপশি ধিক্কার জানাচ্ছে। খবর পেয়ে পুলিশ তিন ওজাহাতি পাকিস্তান পন্থী সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, কাকরাইলের মুকীম ডাঃজাকির SSC ছাত্র জামাত নিয়ে ময়মনসিংহ শহরে চিলেন। সেই জামাতের সাথীদের উপর আজ দুপুরে গাংগিনারপার মসজিদের অজাতিরা হামলা করে ।
খবর পেয়ে স্থানীয় কতোয়ালী থানার পুলিশ ৩জনকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় কোতোয়ালী থানায় এ-ই রিপোর্ট লেখা পর্যন্ত এনিয়ে বৈঠক চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় এনিয়ে উত্তেজনা বিরাজ করছে।