সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১২:০৯ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি, হবিগঞ্জ, তাবলীগ নিউজ বিডিডটকম
মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করে তিনদিন ব্যাপি হবিগঞ্জ জেলা ইজতেমা শেষ হলো। আজ শুক্রবার বিকেল ৩টায় কাকরাইল মসজিদের শীর্ষ মুরুব্বী মাওলানা মোহাম্মদ উল্লাহ সাহেবের হেদায়তি কথা ও আখোরি মোনাজাতের মধ্য দিয়ে গতি বুধবার থেকে শুরু হওয়া ইজতেমা শেষ হয়েছে।
ইজতেমায় কাকরাইল মারকাজের মুরুব্বীগন ছাড়া ভারতের দেওবন্দ, সাহরানপুর ও দিল্লীর নিজামুদ্দিনের উলামায়ে কেরানের জামাত বয়ান করেন। আজ জুম্মাঘর নামাজে মুসল্লীদের বাঁধ ভাঙ্গা স্রোত লক্ষ্য করা যায়। জুম্মাঘর নামাজের ইমামতি করান বাহুবলের হামিউসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান সাহেব।
ইজতেমা উপলক্ষে আজ সকালে উলামায়ে একরামের বিশেষ মোজাকারায় জেলার নবীন প্রবীন অনেক উলামায়ে কেরাম শরীক হন।
শত বাঁধা বিপত্তি, মিথ্যাচার,গুজব, হুংকার ও ওজাহাতি হুমকী ধমকীর বিপরীতে সফলভাবেই প্রসাশনের সার্বিক সহযোগীতায় যথাসময় পূর্বের যথাস্থানে ইজতেমা শুরু ও শেষ হয়। সারাদেশে ইজতেমা বন্ধের মূল খলনায়ক মিথ্যাবাদি আলেম নুরুল ইসলাম ওলীপুরী জঙ্গী হামলার হুংকারকে পরোয়া করে জেলার মুবাল্লীগ সাথীরা পাহাড়ের মতো ইস্তেকামত নিয়ে সফলতার সাথে ইজতেমা শেষ করলেন। আরও ওলীপুরী বাহিনী গুজব আরও ফেসবুক মিথ্যাচারের মধ্যেই নিজেদের অপকর্মের গ্লানি ছড়িয়ে তৃপ্তির ঢেকুর তুলল।