শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৬:৩০ পূর্বাহ্ন
মাওলানা হাসিবুর রহমান : কেবল মারকাযুদ দাওয়াই নয় সরাসরি ফতোয়ারও বারোটা বাজাচ্ছে কিছু ফেসবুকীয় কাসেমী লাগানো মুফতী-হুজুররা।
এক সময় ফতোয়া রক্ষার আন্দোলন করতে গিয়ে কওমি আকাবিরদের অনেকেই রাজপথে রক্ত পর্যন্ত ঝড়িয়েছে। শায়খুল হাদিস আল্লামা আজীজুল হক রহ. চরমোনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করীম রহ. সহ বাংলাদেশের কওমী মাদরাসার অনেক মুরুব্বীরা যেই ফতোয়া রক্ষার জন্য অনেক ত্যাগ ও কুরবানী দিয়েছে সেই ফতোয়া বিষয়টাকে ফেসবুকে পানি-ভাত বানিয়ে বিতর্কিত করে দিচ্ছে একদল অতিমূর্খরা।
আবার তাদের চ্যালা-চামুণ্ডারাই ফতোয়া প্রদানের যোগ্যতা অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জন করা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ প্রতিষ্ঠানকেও বিতর্কিত করার মিশনে নেমেছে। বষয়টা আযিব লাগতেছে আমার কাছে।
বর্তমানে ফেসবুক কাসেমী, ফেসবুক মুফতী, ফেসবুক জিহাদীদের থেকে যত দুরে থাকতে পারবেন ততোই মঙ্গল হবে আপনার। এই ফেসবুক কাসেমী, জিহাদী, ও মুফতীরা তাদের নিজেদের ফেসবুক আইডিকে মনে করে গুলিস্তানের হকার্স মার্কেট।
নিজ নিজ আইডিতে তাই বানর খেলা দেখিয়ে দর্শক জড়ো করাই তাদের কাজ।
এদের থেকে সতর্ক থাকুন। নিজের ধর্মীয় জীবন নিরাপদ থাকবে।
ফেসবুক থেকে