বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১, ০৯:৫৮ অপরাহ্ন
🕋 মুফতি ইয়াহ্ ইয়া মাহমুদ 🕋
ধর্মীয় বিষয় নিয়ে উম্মতের মাঝে মত বিরোধ হলে করণীয় কি? তা রাসুলে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চৌদ্দসত বছর আগেই আমাদের কে দিয়ে গিয়েছেন ,রাসুলে আকরম সা. ইরশাদ করেন আমি তোমাদের কে আল্লাহ কে ভয় করার উপদেশ দিচ্ছি, এবং আমীরের অনুগত থাকার উপদেশ দিচ্ছি,যদিও সে হাবশী গোলাম হয় ,(তবুও তোমরা তাঁর কথার বাইরে যেয়োনা)আমার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে অল্প কিছু দিন পরেই অনেক মতভেদ দেখতে পাবে,তখন তোমরা আমার সুন্নাত কে এবং আমার হিদায়াত প্রাপ্ত খোলাফায়ে
রাশেদীনের সুন্নাত কে আকড়িয়ে ধরিও!
এবং উহাকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরিও,সাবধান ! দ্বীনের ব্যাপারে ক্বোরআন -সুন্নাহ বিরোধী নিত্য নুতন বিষয় হতে তোমরা দুরে থাকিও ।
( মিশকাত শরীফ ,হাদীস নংঃ ১৫৮)
অতএব ,দাওয়াত ওতাবলীগের চলমান মতবিরোধে যারা একক আমীর কে বাদ দিয়ে শুরাঈ নেজামে দাওয়াত ও তাবলীগ চালাতে চাচ্ছেন তারা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী মতাদর্শের বিশ্বাসী,এবং তারা সুন্নাহ হতে লাইনচ্যুত। কারন ইসলামের সুচনা লগ্ন হতে আজ পর্যন্ত ইসলামী কোন নেজাম একক আমীর কে বাদ দিয়ে শুধু শুরাঈ নেজামে পরিচালনা করার কোন নজীর কেউ দেখাতে পারবেনা বলেই অধমের বিশ্বাস,
কেউ অকট্য প্রমান দিয়ে দেখাতে পারলে আমি তার সারা জীবন গোলামী করবো ।
وماعلينا الاالبلاغ