শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৫:৩৪ পূর্বাহ্ন
দিল্লী প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডিডটকম: শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ. এর ছাহেবজাদা ভারতের খ্যাতিমান বুজুর্গ নিজামুদ্দীন আলমী মারকাজের মুরুব্বি ও দারুল উলুম দেওন্দের রুকুনে শূরা পীর ওলানা মোহাম্মদ তালহা কান্ধলভী আর নেই।
আজ (১২ আগস্ট) বিকেলে মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ুন।)
এর আগে, ভারতের প্রসিদ্ধ এ আলেম ও তাবলিগ জামাতের মুরুব্বি অসুস্থ হয়ে ভারতের উত্তরপ্রদেশের মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
ভারতের সাহরানপুরের জামিয়া মাজাহিরুল উলুমের মুহতামিম,তার জামাতা মাওলানা সাইয়্যেদ সালমান মাযাহেরীর বরাতে জানা যায়, মাত্রারিক্ত জ্বরের কারণে মাওলানা মোহাম্মদ তালহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দেয়। এ কারনে গত জুলাই মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।