শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৪:২৯ পূর্বাহ্ন
আব্দুল মালিক পাটওয়ারী, অতিথি লেখক, রায়ভেন্ড থেকে| পাকিস্তান রায়ভেন্ড মার্কাজের জিম্মাদার তাবলীগ জামাতের প্রবীণ মুরুব্বী হাজী আবদুল ওয়াহাব রহ এর জানাজার নামাজ ও দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
পাকিস্তানের দৈনিং জং জানিয়েছে আজ বাদ মাগরিব রায়ভেন্ড মার্কাজে হাজী আব্দুল ওয়াহাব সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
দৈনিক মিরর জানিয়েছে, ইতোমধ্যে তাঁর প্রিয় স্থান রায়ভেন্ড মার্কাজে তাকে দাফন করা হবে। মার্কাজের পাশের মাকবারয় কবর খননের কাজ চলছে।
হয়রত হাজী আব্দুল ওয়াহাব রহ জানাজায় অংশ নিতে সকাল থেকে হাজার হাজার ভক্তবৃন্দ রায়ভেন্ড মারকাজে সমবেত হচ্ছেন। করচি থেকে রায়ভেন্ডের পথে প্রচুর জানজট তৈরি হয়েছে। দেশ বিদেশি মুসল্লী মিলিয়ে জানাজায় অংশগ্রহনকারীর সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
আপডেট জানতে সাথেই থাকুন www.tablignewsbd.com