রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেক্স, তাবলীগ নিউজ বিডিডটকম | আগামীকাল ২৩ নভেম্বর থেকে ২৭নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ভুপাল ইজতেমা। ভারতের ভুপাল প্রদেশের ইজতেমা হলে এবছর ইজতেমাতে পৃথিবীর শতাধিক দেশের মুসল্লী অংশ গ্রহন করবেন।
ইজতেমায় অন্তত দের কোটি মানুষের উপস্থিতি হবে বলে ধারনা করা হচ্ছে। গত কয়েকদিন থেকেই মানুষের বাঁধ ভাঙ্গা স্রোত ময়দানের দিকে আসতে শুরু করেছে।
ভুপাল আলমী ইজতেমা উপলক্ষে প্রদেশের সকল মাদরাসা বন্ধ থাকবে।
ইজতেমায় দেওবন্দ, ওয়াকফে দেওবন্দ, শাহরানপুর,শাহী মুরাদাবাদ, লক্ষ্মোর উলামায়ে কপরামগন অংশ গ্রহন করবেন বলে ইজতেমার সূত্রে জানাযায়।
ইজতেমায় নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের মুরিব্বীগনের জামাত ইতোমধ্যে হাজির হয়েছেন। বিশ্ব আমীর মাওলানা সাদ কান্ধলভী আগামী কাল শরীক হবেন।
ইজতেমার মূল বয়ান, হেদায়তি কথা ও আখেরী মোনাজাত তিনিই পরিচালনা করবেন।
ভূপাল ইজতেমা উপলক্ষে প্রদেশের সকল সরকারী অফিস আদালতে রবিবার দিন সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।